বর্তমান বিশ্বে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কেননা প্রয়োজনে এবং অপ্রয়োজনে কল, ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, গেম খেলা সহ হাজার কার্য আমরা এই মোবাইল ফোনের মাধ্যমে সম্পাদন করে থাকি।
আর এই ক্রমাগত মোবাইল ফোনের ব্যবহারের ফলে নির্দিষ্ট একটা সময় শেষে খুবই দ্রুত ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। আর বর্তমান আধুনিক যুগের বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি পাওয়ার ব্যাংক মোবাইল ব্যবহারকারীর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবং জরুরি হয়ে পড়েছে।
কেননা যে কোনো মুহূর্তে মোবাইল চার্জ করার জন্য একটি পাওয়ার ব্যাংক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাইতো অনেকে স্বল্প বাজার থেকে শুরু করে ভালো মানের বাজেট দিয়ে পাওয়ার ব্যাংক ক্রয় করে থাকেন।
তবে সাধারন বাজেট অনুযায়ী ১০০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক বাজারে পাওয়া যায়। এছাড়াও ৮০০ থেকে ১০০০ টাকায় এবং ১২০০ থেকে ১৪০০ টাকায় ভালো মানের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। এছাড়াও সর্বোচ্চ ২৫০০ থেকে ৩০০০ টাকায় দুর্দান্ত পারফরমেন্সের পাওয়ার ব্যাংক পাওয়া যায়।
১০০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক
বাজেটের উপর ভিত্তি করে পাওয়ার ব্যাংকের ক্ষমতা, বিভিন্ন ফিচার এবং এবং কতদিন ব্যবহার করতে পারবেন তা সম্পূর্ণ নির্ভর করে। খুব কম বাজেটের পাওয়ার ব্যাংকগুলো সাধারণত ১০০০ টাকার মধ্যে হয়। তবে এর মধ্যেও ভালো মানের অনেক পাওয়ার ব্যাংক রয়েছে।
যেগুলো মডেল আপনাকে জানতে হবে এবং বিভিন্ন অনুসন্ধান করে খুঁজে বের করতে হবে। তাই যারা ১০০০ টাকার মধ্যে ভালো পাওয়ার ব্যাংক ক্রয় করতে চাচ্ছেন। তারা চাইলে নিচে উল্লেখিত পাওয়ার ব্যাংকগুলোর মডেল এবং দাম জেনে নিতে পারেন।
- Baseus 30000mAh Fast Charging Power Bank
- Xiaomi Mi 10000mAh Power Bank
- Anker PowerCore 10000mAh Power Bank
- Romoss Sense 4 10400mAh Power Bank
- Remax RPP-96 10000mAh Lango Series Power Bank
এ পাওয়ার ব্যাংকগুলোর দাম ভিন্ন স্থান অনুযায়ী পরিবর্তন হতে পারে। তবে স্বল্প বাজেটের ক্ষেত্রে উপরে উল্লেখিত পাওয়ার ব্যাংকগুলো আপনার জন্য ভালো হতে পারে।
পাওয়ার ব্যাংক এর দাম কত ২০২৫
বাংলাদেশে পাওয়ার ব্যাংকের দাম ব্র্যান্ড, ক্ষমতা (mAh), ফিচার এবং বিক্রেতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। পাওয়ার ব্যাংক এর দাম পর্যালোচনা সাপেক্ষে সাধারণত ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে হয়।
এবং ভালো মানে পাওয়ার ব্যাংক ১৪০০ থেকে ২০০০ টাকার মধ্যে হয়। এবং ভালো ব্যাকআপ পাওয়ার জন্য ভালো ক্ষমতা (mAh) এর পাওয়ার ব্যাংক এর দাম ২৫০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে হয়।
মোবাইল পাওয়ার ব্যাংক এর দাম কত ২০২৫
পাওয়ার ব্যাংক সাধারণত আমরা মোবাইল চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বাজারে বিভিন্ন ধরনের ও বিভিন্ন বাজেটের মোবাইলের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। যার দাম ন্যূনতম ৬০০ থেকে ৮০০ টাকা।
তবে কম দামের পাওয়ার ব্যাংকগুলো সাধারণত ভালো হয় না। অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায় না। তাই ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক ক্রয় করুন।
এজন্য নিজে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে অনুসন্ধান করে দেখতে পারেন। তবে সবথেকে ভালো হয়, নিজে দোকানে উপস্থিত থেকে দেখে শুনে ভালো পাওয়ার ব্যাংক ক্রয় করা।
পাওয়ার ব্যাংক ২০০০০ এম্পিয়ার দাম কত ২০২৫
১০ হাজার থেকে ২০,০০০ মিলি এম্পিয়ারের পাওয়ার ব্যাংক এর অনেক জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী ২০,০০০ মিলি এম্পিয়ারের পাওয়ার ব্যাংক পাওয়া যায়।
তাই বৈশিষ্ট্য এবং ব্র্যান্ড অনুযায়ী এই চার্জিং ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার ব্যাংকের নূন্যতম দাম ১০০০ থেকে ১৪০০ টাকা। এবং পাওয়ার ব্যাংকের ধরন অনুযায়ী ৩ হাজার থেকে ৪ হাজার টাকা হয়।
কোন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক ভালো ২০২৫
বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক বাজারে পাওয়া যায়। তবে কোন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক অনেক ভালো তা নির্দিষ্ট করে বলা অনেকটাই মুশকিল। কারণ জনপ্রিয় এবং খ্যাতিমান বেশ কিছু ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক রয়েছে।
যেগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে প্রতিনিয়ত প্রতিযোগিতা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ভালো ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, শাওমি, অ্যাঙ্কার, রাভপাওয়ার, অউকেই, জেন্ডুর সহ আরো বেশ কয়েকটি।
তাই ভালো মানের পাওয়ার ব্যাংক পেতে অবশ্যই ব্র্যান্ড অনুযায়ী ক্রয় করুন। এবং পাওয়ার ব্যাংকের ক্ষমতা, চার্জিং গতি, ব্র্যান্ডের সুনাম ও ওয়ারেন্টি জেনে নিন।

Leave a Reply
You must be logged in to post a comment.